ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে মনিরুজ্জামান (৪২) নামের এক কৃষকের শাক খেতে কিটনাশক প্রয়োগ করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয়ভাবে বিচারের জন্য কয়েকদিন চেষ্টা করেও সুরাহা না হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক মনিরুজ্জামান গতকাল রংপুর কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ২০২৩ সালের ২৩ মার্চ মো. মানজাল মিয়া ও তার অংশীদারদের কাছ থেকে রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমিটি ক্রয় করেন এবং নিয়মিত চাষাবাদ করে আসছিলেন।
গত ৮ মে সকাল ১০টার দিকে জমিতে গিয়ে তিনি দেখতে পান, তার কলমি শাকের খেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, “ছারকার” নামক একটি বিষাক্ত কিটনাশক প্রয়োগের ফলে এই ঘটনা ঘটেছে। এতে তার প্রায় ৪০,০০০ টাকার ক্ষতি হয়।
মনিরুজ্জামান অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন বড় ভাই গোলাম মোস্তফা মিঠুর (৫০) সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষ মিঠু তার আমবাগানে ছারকার কিটনাশক প্রয়োগের পর অবশিষ্ট কিটনাশক তার শাক খেতে প্রয়োগ করেন।
এ বিষয়ে মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন,
“অনেকবার সালিশ বসানো হলেও তারা আসেনি। আমি আমার খেতে গিয়ে দেখি সব শাক পুড়ে গেছে। এটা যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গোলাম মোস্তফা মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অনুপস্থিত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,
“এ বিষয়ে একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”