নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলার বারগুড়ি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (১১ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আসাদ, লাহুত ও হাবিবুর কে আশঙ্কাজনক অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বারগুড়ি গ্রামের গিয়াস উদ্দিন ও মানিক মিয়ার সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এই বিরোধের জের ধরে রবিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”