মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এজাক্স জুট মিল ঘাটে ভাসমান অবস্থায় শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৪ টায় একটি অজ্ঞাতনামা (৩৮) পুরুষ মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে দ্রুত পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশের এসআই মহিদুল হক ও তার সঙ্গী ফোর্স লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এখন পর্যন্ত উদ্ধার করা লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ লাশটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে আরও অনুসন্ধান চলছে।