ভারতে বাংলাদেশের ছয়টি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধে ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।
ভারতীয় ভিউয়াররা এখন যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি এবং ডিবিসি নিউজ—এই ছয়টি চ্যানেলের কোনো ভিডিও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন না। চেষ্টা করলে দেখা যাচ্ছে, “এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।”
এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। ইউটিউবকে ব্যাখ্যা দিতে হবে। গ্রহণযোগ্য ব্যাখ্যা না পেলে পাল্টা ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।”
তিনি আরও জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর মাধ্যমে আগামী দুই কর্মদিবসের মধ্যে ইউটিউব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
প্রসঙ্গত, এসব চ্যানেলই ইউটিউবে স্বীকৃত (ভেরিফায়েড) এবং তাদের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৫ কোটি ৪২ লাখেরও বেশি। ফয়েজ আহমদ বলেন, “এই চ্যানেলগুলো নিয়মিত ও বৈধভাবে কনটেন্ট প্রচার করে আসছে। কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্যের প্রমাণ নেই। বরং ভারতের কিছু গণমাধ্যম—যেমন রিপাবলিক বাংলা—নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালায়, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।”
বাংলাদেশ যদি ভারতের পক্ষ থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা না পায়, তবে দেশটিও ভারতীয় কিছু চ্যানেলের বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।