রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার ক্যাপিটাল ফুডসকে মোড়কে অগ্রিম তারিখ ব্যবহার এবং অননুমোদিতভাবে মিল্ক ব্রেড উৎপাদনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রোডাক্টসকে পচা মরিচ দিয়ে গুড়া তৈরি, ক্ষতিকর রং মেশানো এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রহিম বেকারিকে কেক তৈরিতে ক্ষতিকর রং ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্রসহ র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।