লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর)
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরেন। পরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।