Sadarpur (Faridpur) Representative:
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন সহকারী শিক্ষক মো. রইস মাস্টারকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি।
শেষ পর্যন্ত নিরুপায় হয়ে শিক্ষার্থীর পরিবার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৯ মে) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
ওসি নাজমুল হাসান জানান, “অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”
এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদক: মো. শেখ ছোবাহান, সদরপুর প্রতিনিধি