Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে মো. রাফি (২২) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ সুখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ার বাসিন্দা আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা ধলাগাছ এলাকার ধানক্ষেতে রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন জানান, “রাতেই লাশ থানায় আনা হয় এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে, এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।