মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ চাটখিল উপজেলার দক্ষিণে কড়িহাটি বাজারে অবস্থিত বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কড়িহাটি ছালেমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আমির হোসেন।
গত ৭ মে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে রেজিষ্টার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত মোঃ আমির হোসেনকে গভর্নিং বডির সভাপতি ও বিদোৎসাহী সদস্য হিসেবে মোঃ নুরুল হুদাকে মনোনয়ন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে ৯ মে (শুক্রবার) সন্ধ্যা মাদরাসা প্রাঙ্গণে গভর্নিং কমিটির প্রথম সভা নবনির্বাচিত সভাপতি এডভোকেট আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সভাপতি ও অতিথিদের ফুল দিয়ে বরন করেন কতৃপক্ষ।
সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও সদস্য সচিব মাওলানা সাইফুল্লাহ, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুল হুদা, ব্যবসয়াী ও সমাজসেবক ইন্জিনিয়ার ইসমাইল হোসেন পাটোয়ারী, মোঃ নুর হোসেন, আবুল খায়ের, নুর নবী মাসুদ, এ এস এম শফিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম ও গোলাম কিবরিয়া।
সভার কমিটির অন্যান্য প্রস্তাবিত চুড়ান্ত সদস্যদের নাম সহ অনুমোদনের জন্য ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ে প্রেরন করার কথা রয়েছে। এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।