সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরুর পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২), এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানার পুলিশ রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করে। এ ঘটনায় এসআই নুর আমিন বাদী হয়ে আটজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার মো. কামরুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আরাফাত আল আহসান ও ইকবাল মল্লিককে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ড দেন এবং বাকি ছয় আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।