ভারতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে কঠোর অথচ কূটনৈতিক ভাষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে কোনো ধরনের হামলার জবাব দিতে ভারত প্রস্তুত, তবে তারা চায় না পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক।
দিল্লিতে আয়োজিত ভারত-ইরান ২০তম যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে ইরান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরাগচি। বুধবার তিনি ভারতের রাজধানী পৌঁছান এবং বৃহস্পতিবার মূল বৈঠকে অংশগ্রহণ করেন।
সেখানে অতিথিদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, “আপনারা এমন এক সময়ে ভারতে এসেছেন, যখন জম্মু-কাশ্মীরে ২২ এপ্রিল সংঘটিত এক ঘৃণ্য সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দিতে আমরা ব্যস্ত। আমাদের এই অভিযানে সীমান্তের ওপারে থাকা জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কোনোভাবেই চাই না পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। কিন্তু আমাদের ওপর আঘাত এলে, তা প্রতিহত করতে আমরা সবসময় প্রস্তুত। সুনির্দিষ্ট লক্ষ্যেই আমাদের প্রত্যাঘাত পরিচালিত হয়েছে।”
জয়শঙ্কর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও সহযোগী। চলমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি। এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।”
এই বৈঠক এবং বক্তব্য দু’দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে।