Abu Hasnat Tuhin, Pavipravi Correspondent:
জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা ও টেকসই পুষ্টি নিশ্চিতে প্রণীত ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের ‘প্ল্যান অব অ্যাকশন’ প্রস্তুতকরণে বরিশালে অনুষ্ঠিত হয়েছে একটি সাবন্যাশনাল ডায়ালগ। বৃহস্পতিবার (৮ মে) বরিশাল খামারবাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএইচইউ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান, যিনি অনলাইনে সংযুক্ত হয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পবিপ্রবির অধ্যাপক বদিউজ্জামান, ড. মুহাম্মদ আসাদুল হক, ড. শহিদুল ইসলাম, আন্তর্জাতিক ছাত্র বিষয়ক দপ্তরের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, উপপরিচালক মোসাম্মৎ মরিয়াম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ জেলা প্রশাসন ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিজ্ঞানীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে খাদ্য নিরাপত্তা এবং সুষ্ঠু খাদ্য বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য দেশের খাদ্য ও পুষ্টি পরিস্থিতি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান এবং গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।