Barisal Correspondent:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ স্বাধীন খান (২২) ও মোঃ আলী হোসেন (৩৫)।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, বুধবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী, যিনি পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা, সেদিন বিকেলে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে সহানুভূতির কথা বলে সাহায্যের প্রস্তাব দেন এবং কৌশলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানেই কয়েকজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের পর অভিযুক্তরা তাকে অটোরিকশায় তুলে রাস্তার পাশে নামিয়ে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী স্বামীকে ঘটনাটি জানালে তিনি বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”