উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা’র সভাপতিত্বে এ সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, শোলক ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হালিম ও জল্লা ইউপি চেয়ারম্যান বেবি রানী দাস।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল মান্নান খান, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম শামসুদ্দোহা আজাদ।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষে প্যানেল চেয়ারম্যানগণ সভায় অংশ নেন।
প্রতিবেদক: মোঃ মাহফুজুর রহমান মাসুম