মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর)
ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ রকিবুল ইসলাম এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মীসহ অনেকে।
আয়োজনে কৃষিখাতের উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে অংশীজনদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।