শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলোচনা, কবিতা ও সংগীত পরিবেশনা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আকতারুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অপু বিশ্বাস। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ আরও অনেকে।
আলোচনা পর্ব শেষে জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবির দুলাল এবং সহকারী শিক্ষক অপু বিশ্বাসের যৌথ পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও কবিতার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।