মিকেল চাকমা, রাঙামাটি প্রতিনিধি:
পার্বত্যাঞ্চলের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, চারণ সাংবাদিক ও সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ-এর সম্পাদক ও প্রকাশক মরহুম একেএম মকছুদ আহমেদের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাঙামাটি প্রেসক্লাবের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবিব আজম, পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম এবং ইমাম সমিতির সভাপতি তোফায়েল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর-এর রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, এপিএবির সভাপতি সাহেদা আক্তারসহ রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা প্রয়াত মকছুদ আহমেদের কর্মময় জীবনের স্মৃতিচারণা করে বলেন, তিনি ছিলেন পাহাড়ি জনপদের সাংবাদিকতার বাতিঘর। তাঁর নির্ভীক এবং আপোষহীন সাংবাদিকতা প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।