নওগাঁ প্রতিনিধি , মো. হাবিবুর রহমান:
নওগাঁর মান্দা উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, চুলাই মদ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সহজলভ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের এ বিস্তারে পুলিশের নিরব ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকের অবাধ বিক্রি ও সেবন চলছে প্রকাশ্যে। টিটিহারী, চৌবাড়িয়া, কালিসভা, মাস্তান মোড়, গোপালপুর বাজার, ফতেপুর ও চকলি বাজারে সন্ধ্যা হলেই মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এমনকি টিটিহারী গ্রামের এক নারী জানান, সন্ধ্যার পর রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পরিচিত নামের মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতা প্রশ্নবিদ্ধ। স্থানীয় সুশীল সমাজের সদস্যরা বলেন, পুলিশ মাঝে মাঝে কিছু মাদকসেবীকে ধরলেও বড় মাদক কারবারিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে মান্দা থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, “তথ্য পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। তবে পুলিশের বিষয়ে কিছু বলতে পারব না।”
এদিকে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল রহমান বলেন, “মাদকের বিষয়ে আমাদের নিয়মিত তদারকি রয়েছে। প্রতিদিন স্পেশাল গাইড দেওয়া হচ্ছে। নির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”