খুলনা:
খুলনার খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও শ্রমিক নেতা আলহাজ্ব শেখ আনছার আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) রাত ৯টায় পুলিশ ট্রেনিং সেন্টারের পেছনে আলহাজ্ব গফফার মোড়লের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে খান জাহান আলী থানা প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা ছিলেন নবনিযুক্ত উপদেষ্টা আলহাজ্ব গফফার মোড়ল।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবু দাউদ ইমরান, ৬ নং যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, উপদেষ্টা আবু হামজা বাঁধন, থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও সেকেন্ড অফিসার আযাহার আলী।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি মোঃ মামুন মোল্লা ও আল আমিন খান, যুগ্ম সম্পাদক আবু জাফর, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক কামাল হোসেনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি মরহুম শেখ আনছার আলীর অবদানের কথা স্মরণ করে বলেন, “তিনি সাংবাদিকদের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।”
তিনি আরও আশ্বাস দেন, “কোনো সাংবাদিক যদি পেশাগত দায়িত্ব পালনের সময় সমস্যায় পড়েন, তাহলে খুলনা বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলসহ বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।”