Md. Rahad Ali Sarkar, Maritime University Representative:
বাংলাদেশের একমাত্র মেরিটাইম বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি–তে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৫ এপ্রিল তাকে নিয়োগ দেওয়া হয়। আজ (৭ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানের পর তিনি বিদায়ী উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও কার্যক্রম ঘুরে দেখেন।
পেশাগত জীবনে রিয়ার এডমিরাল আক্তার হোসেন নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণায় তার অবদানও উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট এবং বুয়েট থেকেই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তার পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে মেরিন একাডেমির সিনিয়র ইন্সট্রাক্টর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (সুদান), চীনের উচং শিপবিল্ডিং–এ চিফ নেভাল আর্কিটেক্ট হিসেবে কাজ, এবং দেশের বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডের পরিচালক পদে দায়িত্ব পালন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বিভাগীয় প্রধান ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়াল) হিসেবে কর্মরত ছিলেন।
নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং নীতিগত অঙ্গীকার বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে।