জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় আলবি (৩) নামের এক শিশু নিহত হয়েছে৷ নিহত আলবি জয়কলস ইউনিয়নের বগলাখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। এঘটনায় শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলাখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাটছিলেন। তখন পেছন থেকে হঠাৎই দিরাইগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়৷ এবং তার দাদা নুর উদ্দিন গুরুতর আহত হন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে৷ ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।