বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। শারীরিকভাবে সুস্থবোধ করলেও এখনো নিশ্চিত নয় কবে দেশে ফিরবেন তিনি। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে চার মাস লন্ডনে কাটিয়ে দেশে ফিরে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে ফেরার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা জানান তিনি।