জাতীয় ঐকমত্য গঠনের অংশ হিসেবে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি–এনসিপি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনা ও সুপারিশ নিয়ে আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও জাবেদ রাসিন।
বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে স্বৈরাচারী ছাপ থেকে গেছে, তা আজও জনগণের ওপর নিপীড়ন ও দমন চালানোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সেই প্রেক্ষাপটে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যেই এই আলোচনার আয়োজন। তিনি জোর দিয়ে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। ফ্যাসিবাদী শাসন যাতে আর কখনও ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে।
আখতার হোসেন জানান, এনসিপি মনে করে—ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণই মৌলিক সংস্কারের মূল স্তম্ভ। এ লক্ষ্য পূরণে সাংবিধানিক কাঠামোকে স্বৈরতান্ত্রিক প্রভাবমুক্ত করতে হবে, সংবিধানিক পদে দলীয়করণ বন্ধ করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। এসব লক্ষ্য সামনে রেখে একটি পূর্ণাঙ্গ রূপরেখাও পেশ করেছে এনসিপি।
এদিকে বৈঠকের সূচনায় কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, কমিশনের কার্যক্রম ইতোমধ্যে বেশকিছু অগ্রগতি অর্জন করেছে। এখনো যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলোরও সমাধানের চেষ্টা চলবে এই আলোচনায়। তিনি আরও জানান, আগামী ১৫ মে’র মধ্যে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করার চেষ্টা চলছে। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
কমিশন সূত্রে জানা গেছে, এ বৈঠকে প্রথম দফার অসমাপ্ত আলোচনার পাশাপাশি জনপ্রশাসন সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এর আগে গত ১৯ এপ্রিল প্রথম দফায় কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল এনসিপি। সেদিন সংবিধান, বিচার ব্যবস্থা এবং নির্বাচন সংস্কার বিষয়ে কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।