ঢাকা, ৬ মে ২০২৫ — চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূও। আজ সকাল সাড়ে ১০টায় কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
খালেদা জিয়ার স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর সড়ক থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত জমায়েত হন বিএনপির হাজারো নেতাকর্মী। তারা হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন, এবং শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
দলীয় শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন কেউ রাস্তার গায়ে দাঁড়িয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটান। স্বেচ্ছাসেবকেরা নেতাকর্মীদের ফুটপাথে সীমাবদ্ধ রাখতে কাজ করলেও কোথাও কোথাও সড়কের ওপর দাঁড়িয়ে থাকার কারণে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
খালেদা জিয়ার যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।