জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ১০ দিন হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি নিঝুম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের। নিখোঁজ সন্তানের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও আত্মীয়স্বজন।
নিখোঁজ নিঝুম জয়পুরহাট সদর থানার অন্তর্গত কোমর গ্রামের
মোজ্জামেল হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী ক্ষেতলাল থানার বড়তারা গ্রামে অবস্থিত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
নিখোঁজের বিষয়ে গত ২৯ (এপ্রিল) মঙ্গলবার তার বাবা ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১১৮৯) করেন।
জানাগেছে, গত ২৭ (এপ্রিল) সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে অবস্থিত দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় ছেলেকে রেখে আসেন বাবা মোজ্জামেল। বাদ মাগরিব তাকে আর কোথাও দেখতে না পাওয়া গেলে পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজাখুঁজি করে। কোথাও সন্ধান না মেলায় পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
এ বিষয়ে নিঝুমের বাবা মোজ্জামেল বলেন, গত ২৭ (এপ্রিল) মঙ্গলবার সকালে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসি। সন্ধ্যায় মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে ২৯ (এপ্রিল) থানায় সাধারণ ডায়েরি করি। ১০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আমি প্রশাসনের সহায়তা চাই।
নিঝুমের দাদা মাহফুজুর রহমান বলেন, “প্রায় ১০ বছর আগে নিঝুমের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। তখন সে মাত্র দুই বছরের ছিল। আমি তাকে লালন-পালন করেছি। তার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটির দেখভালের জন্যই তিনি তাকে আমার কাছে রেখে যান। এখন আমার নাতি নিখোঁজ-আমি প্রশাসন ও দেশবাসীর কাছে সাহায্য চাই।”
বড়তারা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মহাতামিম মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ঘটনার দিন জোহরের নামাজের পর সকল ছাত্র মাদ্রাসায় ছিল। তবে মাগরিবের নামাজের আগে নিঝুমকে আর পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে তার পরিবারকে জানানো হয়। মাদ্রাসা কমিটির সঙ্গে আমরাও খোঁজখবর চালিয়ে যাচ্ছি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) দীপেন্দ্রনাথ সিং বলেন, ঘটনার পর নিঝুমের বাবা থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করছি এবং ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।