Staff Correspondent:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত মো. সুমন নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস সোমবার (৫ মে) গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয় এবং তার লাগেজে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বরুণ দাস জানান, সুমন বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে রোববার রাত ১১টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
স্ক্যানিংয়ের সময় তার ব্যাগেজের ভেতরে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় এই সোনা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
এই ঘটনায় আটক সুমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের বাসিন্দা। কাস্টমস কর্মকর্তা বরুণ দাস আরও জানান, জব্দকৃত স্বর্ণের ঘটনায় সুমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা প্রায়ই বিব্রত হন। তিনি বলেন, আন্তর্জাতিক চোরাচালান চক্র অসহায় প্রবাসীদের ব্যবহার করে এই স্বর্ণ দেশে পাঠাচ্ছে।
হুন্ডি বা অন্যান্য অবৈধ উপায়ে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে এবং তার বিনিময়ে যাত্রীরা সাধারণ স্বর্ণ মনে করে এগুলো নিয়ে আসছে। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।