রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
চলতি অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা যে কলেজে- সে কলেজ মাঠেই উদ্বোধন হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলার। আর এ মেলাকে নিয়ে শহর জুড়ে চলছে নানা আলোচনা ।
শনিবার (৩ মে) রাতে বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামীকাল রবিবার রাণীশংকৈল ডিগ্রি কলেজে অর্নাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এজন্য উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং।
তবে মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলছেন মেলার কারণে পরীক্ষার কোন সমস্যা হবেনা।
মেলা প্রসঙ্গে কয়েকজন অভিভাবক বলেন, এসএসসি, অর্নাস পরীক্ষা চলমান, প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। এ সময়ে বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে বলে তারা আশংকা করছেন।
এক সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, ৬ মে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে শুরু হবে। মেলায় যে খেলনা,রাইডস,ট্রেন,দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্নিত হবে।
এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে
কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে জানানো হবে।
মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়।