শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলায় হোসেনাবাদ স্পোর্টস সোস্যাল অ্যান্ড কালচারাল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ মে) বিকাল ৩টায় ৬ নং আশিদ্রোন ইউনিয়নের হোসেনাবাদ পুঞ্জি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে ৬ নং পুঞ্জি হোসেনাবাদ ও ১২ নং পুঞ্জি হোসেনাবাদ দল মুখোমুখি হয়। নিয়মিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ১২ নং পুঞ্জি হোসেনাবাদ দল ২০,০০০ টাকা পুরস্কার জিতে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
হোসেনাবাদ পুঞ্জি এলাকার হেডম্যান ওয়েল সুরং-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আজির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সম্প্রীতির পরিবেশ তৈরি করে। তারা ভবিষ্যতে আরও বেশি করে এমন প্রতিযোগিতামূলক আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠেছে বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন।