মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
“শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” ১মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্যর্যালি অনুষ্ঠিত হয়েছে। (১ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় এক শ্রমিক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু কাউছার আরমান। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আমানত উল্লাহ মজুমদার, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও ইউনিয়ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ তাদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এসময় নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।