বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, দেশে আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, নানা অজুহাত তুলে এই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু। তিনি বলেন, “বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য আমরা সাড়ে ১৫ বছর ধরে রক্ত দিয়েছি, অনেক মায়ের বুক খালি হয়েছে, ভাই হারিয়েছি। এখন সেই ভোটের অধিকারের প্রশ্নে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।”
শ্রমিকদের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে দুলু বলেন, “এই দেশের ইতিহাসে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের প্রতিটি সংকটে শ্রমিকরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো জুলাইয়ের গণআন্দোলন। সেখানে বহু শ্রমিক তাদের জীবন দিয়েছেন।”
তিনি জানান, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে নাটোরে তিনজন শ্রমিক নিহত হন। যারা তাদের গুলি করে হত্যা করেছে, তাদের বিচার একদিন করতেই হবে। তা না হলে জনগণের কাঠগড়ায় যেমন দাঁড়াতে হবে, তেমনি আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।