Naogaon Correspondent:
নওগাঁর মান্দায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা
সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার
সময় উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ায় এ মানববন্ধনের আয়োজন
করেন ভ‚ক্তভোগীরা। এসময় সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেফালি,শিহাব,হাবিবুর
রহমান,সানজিদা এবং আরফান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, পার্শ্ববর্তী ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের
ছেলে মোজাম্মেল হক,কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ার তমির উদ্দিনের ছেলে
আইনুল হক (খোকন) এবং আবু বক্কর সিদ্দিক প্রায় ১ বছর যাবৎ বিভিন্নভাবে চলাচলের রাস্তায়
প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। এতে করে প্রায় ৩৫ টি পরিবারের লোকজন,স্থানীয়
পথচারী,মসজিদের মুসল্লি,শিক্ষার্থী এবং কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের মধ্যে
দুটি পরিবারের লোকজন একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে
অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এর থেকে পরিত্রাণ পেতে এ মানববন্ধনের
আয়োজন করেন তারা। অতিদ্রæত রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যাবস্থা
গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী। অপরদিকে
প্রতিপক্ষের মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
Naogaon Correspondent:-
Md. Habibur Rahman