Shamsul Haque Jewel, Gazipur Correspondent:
গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। ঘটনাটি আজ বুধবার উপজেলার দুর্বাটি এলাকায় ঘটে। এ ঘটনায় মো. নবীল হোসেন পালোয়ান নামে অভিযুক্ত একজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার মৌসুম থাকায় বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে আজ সকালে ইসমাইল পালোয়ান , তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বাড়ি থেকে জমিতে যান। এসময় সেখানে তাদের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। আর এসময় হামলাকারীদের হাতে থাকা হাতুড়ির আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, কিছু লোকজন দুপুরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামে এক জনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা–নিরীক্ষা করে দেখা যায় ওনি মৃত। ধারণা করছি হাসপাতালে নিয়ে আাসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।
এবিষয়ে ওসি আলাউদ্দিন জানান, আমরা এলাকাবাসীর মারফত জানতে পারি দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বিধায় আদালতে মামলা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।