মো. আশিকুর রহমান, ফিচার কন্ট্রিবিউটর:
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর-এ একুশে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে “সেমিনার অন ফাউন্ডেশন ইংলিশ”। এটি আয়োজন করে এক্স ফারুকিয়ানস অ্যাসোসিয়েশন (ইফা) এবং বাস্তবায়নে ছিল ইংলিশ থেরাপি।
সেমিনারে মো. মাইনুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, লক্ষ্মীপুর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন।
দিনব্যাপী এই সেমিনারে ছিল মনোমুগ্ধকর ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করার জন্য একাধিক ইন্টার্যাকটিভ সেশন। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উৎসাহের সঞ্চার করে।
মাইনুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার প্রতি ভয় দূর করা এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। ইংরেজি শেখা শুধু পরীক্ষার জন্য নয়, বরং এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। আমি সকল অংশগ্রহণকারী, শিক্ষক, ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই—বিশেষ করে এক্স ফারুকিয়ানস অ্যাসোসিয়েশনকে, যারা এই আয়োজনকে বাস্তবে রূপ দিতে পাশে ছিল।
তিনি আরও বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সক্রিয় ও উৎসাহব্যঞ্জক। এসময় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজনের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র পুরস্কার প্রদান করা হয়।