পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আহ্বানের সঙ্গে একমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেল। তার মতে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলার তদন্ত নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হওয়া উচিত।
শেহবাজ শরীফ ও তার সরকারের একাধিক সদস্য ইতোমধ্যেই এই হামলার স্বচ্ছ তদন্তের দাবি জানালেও, ভারত তা উপেক্ষা করে সরাসরি পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।
এই পরিস্থিতিতে রবিন রাফেল হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, পাকিস্তানের পক্ষ থেকে তদন্তে নিরপেক্ষ আন্তর্জাতিক উদ্যোগ চাওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, “পেহেলগাম হামলার ঘটনার মাত্র পাঁচ মিনিটের মাথায় পাকিস্তানকে দায়ী করাটা দায়িত্বজ্ঞানহীন আচরণ। কারো বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত হওয়া আবশ্যক।”
রাফেল আরও বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা বেড়ে চলেছে, তা শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই হস্তক্ষেপ করা জরুরি। তিনি মনে করেন, দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমনে নিরপেক্ষ বিশ্ব নেতৃত্বের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়।