অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
শিক্ষাই জাতির মেরুদণ্ড,শিক্ষা অর্জনের কোন বয়স নেই।তার বাস্তব উদাহরণের মাধ্যমে প্রমাণ করে দেখালেন বৃদ্ধ বয়সী মোঃ খায়রুল বাসার(৫৫)।২৮এপ্রিল২০২৫র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কলমাকান্দা শাখা হতে বিএবিএসএস পরীক্ষায় ফলাফল অনুযায়ী জিপিএ২.৫১অর্জন করে উত্তীর্ণ হন তিনি।বর্তমানে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে (DSK)র মধ্যনগর শাখা ব্যাবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
১৯৭৯ সালে নেত্রকোনা জেলাধীন দূর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে হযরত আলী ও সাজেদা খাতুন দম্পতির গর্ভে জন্ম গ্রহন করেন।দম্পতির ৩য় পুত্র তিনি।বর্তমানে স্ত্রী,২কন্যা ও ১পুত্রের জনক মোঃখাইরুল বাসার।
২০০৬সালে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র(DSK) এনজিওতে চাকুরীতে প্রবেশ করেন এবং সুদীর্ঘ ১৯বছর যাবৎ সুনামের সহিত কাজ করে আসছেন।বিএবিএসএস২০২৫র সদ্য উত্তীর্ণ মোঃখাইরুল বাসারের সাথে কথা বললে তিনি জানান,আমার বর্তমান বয়স(৫৫)। কর্মস্থলে দীর্ঘদিন কাজ করার পরেও শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার জন্য অনেকটাই পিছিয়ে ছিলাম। যার দরুন চাকুরী জীবনের প্রায় শেষ প্রান্তে এসে বিএসএস’এ উত্তীর্ণ হই।যদিও এখন প্রয়োজন নেই,তার পরেও জানতাম শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোন বয়স নেই।এর বাস্তব উদাহরণ দিতে আমার সামান্য চেষ্টা ছিল মাত্র।তাছাড়া আমার মেয়ে ডিগ্রি চূড়ান্ত বর্ষে ও ছেলে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে।যেযাই ভাবুক শিক্ষা অর্জনটাকে আমি পজিটিভ দিকেই দেখছি।
বৃদ্ধবয়সে এসেও শিক্ষার এমন দৃষ্টান্তে অফিস কতৃপক্ষ,সহকর্মী,নিকটাত্মীয় বন্ধু বান্ধব সহ সকল শ্রেণীর লোকজন মোঃখাইরুল বাসারকে স্বাগত জানিয়েছেন।এবংকর্মস্থলে মিষ্টি মুখ করান সহকর্মীগণ।