Paikgachha Representative:
পাইকগাছায় অনলাইনে জুয়া ওয়ান এক্সবেট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করার মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।শনিবার রাতে পৌর সদরের ১ নং ওয়ার্ডের আছাদুল ইসলামের ছেলে আবির হোসেন(২০) ওয়ান এক্সবেট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই- ট্রানজেকশন লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন এর নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক বাবলা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পাইকগাছা থানার সাইবার নিরপত্তা ১০ নং মামলার সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক বাবলা।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান পাইকগাছা থানার ৪ এপ্রিল সাইবার নিরাপত্তা ১০ নং মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে আবিরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছে থাকা মোবাইলে ওয়ান এক্সবেট খেলার তথ্য পাওয়া যায়। সে মুলত অনলাই জোয়ার মাষ্টার এজেন্ট। রোববার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Shahriar Kabir