Sadarpur (Faridpur) Representative:
গত ২৬ এপ্রিল দেশের প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ” সদরপুরে প্রবাসীর বাংলো বাড়ি দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এম,এম,হোসাইন।
২৮ শে এপ্রিল সোমবার বিকেলে সদরপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার রাজিয়া সিনেমা হলের তৃতীয় তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা ও ফরিদপুর ৪ আসন থেকে আগামীতে সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী এম,এম, হুসাইন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। প্রকৃত পক্ষে মোঃ কামরুল হাসান সেলিমের সাথে এই বাড়িটির বিনিময়ে দুই কোটি ষাট লক্ষ টাকার মুল্যের ঢাকায় একটি ফ্ল্যাট এওয়াজ বদলের চুক্তিনামা হয়, চুক্তিনামায় কামরুল হাসান সেলিমের বাড়ির মুল্য নির্ধারন করা হয় ১ কোটি ৮০ লক্ষ টাকা, যেই চুক্তিনামার মেয়াদ ৩০ শে জুন ২০২৬ পর্যন্ত।
চুক্তি অনুযায়ী গত ৭ মাস পুর্বে কামরুল ইসলাম সেলিম আমাকে বাড়িটি বুঝিয়ে দেন৷ আমি গত ৭ মাস যাবৎ বাড়িটি ভোগ দখল করে আসছি৷
সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে সেলিম অহেতুক আমার বিরুদ্ধে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়টি দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট মিডিয়ায় আমার বিরুদ্ধে বাড়ি জবর দখলের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র নীন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় তিনি কামরুল হাসান সেলিমের সাথে চুক্তি নামা দলিলটি উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এম,এম,হুসাইনের স্ত্রী সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নুরিয়া ইউসুফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সদরপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক জি,এস শাহজামাল সাহেব, চরভদ্রাসন কলেজের সাবেক ছাত্রদল নেতা শাহ আলম, চরবিষ্ণপুর ইউনিয়নের সাবেক মেম্বার হান্নান মিয়া,আইয়ুব আলী, এম,এম,হান্নান রাজ,নওশাদ আহম্মেদ, সহ দুই শতাধিক নেতা কর্মী ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Md. Sheikh Chobahan