নূর আলম,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় আদালত চত্বর থেকে বিচারক, আইনজীবী, পুলিশ, সাংবাদিক ও সুশীল সমাজের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সহকারী জজ ও পরিচালক মো. শফিউল আলম। আদালতের জারীকারক সবুজ মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও এজিপি শাহনেওয়াজ আকঞ্জি এবং লিগ্যাল এইড বিশেষ কমিটির প্যানেল আইনজীবী মানেশ চন্দ্র সাহা।
বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা বিচার থেকে বঞ্চিত হন, তাদের আইনি সহায়তা দিতে ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।