Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে। ২০১৯ সালে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তোফায়েল আহমেদ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।