Mohammad Masud Majumder:
কুমিল্লার বরুড়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয়সুত্র ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগের সুত্রে জানা যায় ২৮ এপ্রিল সোমবার দুপুর ১২টায় বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের উত্তর পাড়ার মৃত মোঃ খোকন মিয়া এর পুত্র হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহাদ হোসেন (১২), ও নানার বাড়িতে থেকে পড়াশোনা অবস্থায় হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ বিল্লাল হোসেন এর পুত্র জিহাদ হোসেন (১৩), এবং ইকবাল হোসেন এর পুত্র আবু সুফিয়ান (৭) বাড়ির পাশে মাঠে ঘুড়ি উড়ানো অবস্থায় বৃষ্টি ও বজ্রপাত হয়।
বজ্রপাতের আঘাতে দুই কিশোর মাঠেই মৃত্যু হয়। পরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং মুমূর্ষু অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়।