নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়েরও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল ম্যাচ। টাইব্রেকারের প্রস্তুতি শুরু হচ্ছিল দুই দলের মধ্যে। এমনই এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে রক্ষণভাগের খেলোয়াড় জুলস কুন্দে চমক দেখালেন। লুকা মদ্রিচের বাড়ানো পাস কেড়ে নিয়ে দূরপাল্লার নিচু শটে বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে এনে দিলেন কাঙ্ক্ষিত গোল। আর সেই গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তুললো কাতালানরা।
বাংলাদেশ সময় রোববার ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় অনুষ্ঠিত পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে জয় পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। দীর্ঘ এক দশক পর আবারও কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী — বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেই সাক্ষাতে ইতিহাস গড়ে রেকর্ড ৩২তম বারের মতো ট্রফি জিতে নেয় বার্সা।
প্রথমার্ধের দাপট বার্সেলোনার
প্রথমার্ধের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে দারুণ আধিপত্য দেখায় বার্সেলোনা। মাত্র তৃতীয় মিনিটেই কর্নার থেকে কুন্দের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একের পর এক আক্রমণ গড়ে তোলে বার্সা। ২৮তম মিনিটে তরুণ তারকা লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে ২০ গজ দূর থেকে পেদ্রি গোল করে দলকে এগিয়ে দেন। বল ঠেকাতে কোনো সুযোগই ছিল না রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কর্তোয়ার।
প্রথমার্ধে বার্সা নয়টি শট নেয়, যার চারটি লক্ষ্যে ছিল, অন্যদিকে রিয়াল মাত্র একটি শট নিতে পারে, সেটিও ছিল লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধের শেষদিকে রিয়াল গোল করে সমতায় ফিরেছিল, কিন্তু অফসাইডের কারণে বেলিংহ্যামের গোল বাতিল হয়ে যায়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে রিয়ালের জেগে ওঠা
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামানো হয় কিলিয়ান এমবাপেকে। তাঁর উপস্থিতিতে বদলে যায় রিয়ালের খেলার ধরণ। ৭০তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ং-এর করা ফাউলের সুবাদে ফ্রি-কিক পায় রিয়াল। সরাসরি ফ্রি-কিকে গোল করেন এমবাপে, ম্যাচে সমতা ফেরান। এরপর কর্নার থেকে চুয়ামেনি হেড করে ৭৭তম মিনিটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।
ফেরান তরেসের সমতা ফেরানো
কিন্তু রিয়ালের আনন্দ বেশিক্ষণ টিকেনি। ৮৪তম মিনিটে লামিন ইয়ামালের একটি উঁচু পাস থিবো কর্তোয়া ও অ্যান্টোনিও রুডিগারের ভুল বোঝাবুঝির সুযোগে গোল করেন ফেরান তরেস। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
কুন্দের জয়সূচক গোল
অতিরিক্ত সময়ের শেষদিকে যখন দুই দল টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছিল, তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুন্দে। লুকা মদ্রিচের পাস কেড়ে নিয়ে নিচু শটে গোল করে কাতালানদের উল্লাসে ভাসিয়ে দেন। ম্যাচ শেষ হয় ৩-২ ব্যবধানে বার্সার জয়ে।
ফাইনালের রোমাঞ্চ ছাপিয়ে
বার্সেলোনা তাদের ঐতিহ্যবাহী বল দখলের ফুটবল এবং তরুণ-তুর্কিদের পারফরম্যান্সে আবারও স্প্যানিশ ফুটবলে নিজেদের আধিপত্য দেখাল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ মুহূর্তের ভুল তাদের হারিয়ে দিল।
কোপা দেল রের ২০২৪-২৫ আসরের শিরোপা নিয়ে বার্সা এখন উদযাপন করছে এক নতুন যাত্রার, যেখানে তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে গড়া দল আরও বড় স্বপ্ন দেখতে পারে।