স্টাফ রিপোর্টার ফরিদপুর:
জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের শেখর স্কুল সংলগ্ন এলাকা থেকে গত সোমবার ছিনতাই হওয়া প্রাইভেট কার ঝালকাঠির কাঠালিয়া থানা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় বোয়ালমারী থানা পুলিশের তৎপরতায় কাঠালিয়া থানা পুলিশ উদ্ধার করে।ঘটনার বিবরণে জানা যায় গত ২১ ৪ ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১:৩০ সময় উত্তরা কাওলা থেকে তিনজন লোক প্রাইভেট কারটি বোয়াফরিদপুর জেলা প্রতিনিধি
মারী যাবার কথা বলে ভাড়া নেয় যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ২২-২৩১৮।এক সময় গাড়িটি বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের শেখর স্কুলের কাছে পৌঁছালে যাত্রী সেজে থাকা তিনজন ছিনতাই কারী ড্রাইভারের মাথায় পিস্তল ও চাপাতি ঠেকিয়ে তাকে হাত পা মুখ বেঁধে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে পালিয়ে যায়। টের পেয়ে স্থানীয় জনতা ড্রাইভার কে হসপিটালে নিয়ে যায় এবং ড্রাইভার সুস্থ হওয়ার পরে থানা একটি মামলা দায়ের করে যার নং৩৪।এরপরে বোয়ালমারী থানা পুলিশ জিপিএস ট্রাকিং এর মাধ্যমে খোঁজ পায় যে গাড়িটি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় অবস্থান করছে। এ সময় তারা ঝালকাঠি পুলিশের সহায়তা নিয়ে গাড়িটিও চিন্তা করে চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয় ।
মোঃআছাদুজ্জামান মিয়া
Faridpur District Representative