মিকেল চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রাক্তন জাতীয় নারী ফুটবলার ও দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমার পরিচালনায় রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে। ২৪ এপ্রিল,(বৃহস্পতিবার) রাঙ্গামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে এই খেলার উদ্ধোধন করা হয়।রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, রাঙ্গামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
উদ্ধোধনী ম্যাচ রাঙ্গামাটি ও বান্দরবান জেলার মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হয়।বান্দরবান ১-০ গোলে হারিয়ে দেয় রাঙ্গামাটি জেলা ফুটবল টিমকে।বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন বলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়। খেলার মাধ্যমে যুব সমাজকে একত্রিত করা, স্বাস্থ্য সচেতন করা ও সুস্থ বিনোদনের সুন্দর প্লাটফর্ম এই খেলা।ফুটবল খেলার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়।