গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি অফিসার মতিউল আলমের সার্বিক তথ্যাবয়তানে, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে ও মাহবুবুল আলম বসুনিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম,সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, প্রাণিসম্পদ অফিসার সিরাজুল ইসলাম,উপজেলা খাদ্য কর্মকর্তা আরফান আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সিরাজুল ইসলাম, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের সভাপতি শহিদুল হক, কৃষক সাইফুল ইসলাম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভাতগ্রাম, ইদিলপুর, ধাপেরহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী,উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরাসহ সরকারী, বেসরকারি,সুশীল সমাজের ব্যক্তি সহ একশত জন ব্যক্তি।
দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মাঝে পরিবেশ বান্ধব পাঠের ব্যাগ, টি শার্ট, কলম,খাতা ক্যাপ,সকাল দুপুরের খাবার পরিবেশন করা হয় পাশাপাশি যাতায়াত বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের আধুনিক চাষাবাদ সম্পর্কে বাস্তব সন্মত ধারনা দেয়া হয়।
প্রোগ্রামটি সফলভাবে সম্পূর্ণ করা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উপজেলা কৃষি অফিসার মতিউল আলম।