বিনোদন নিউজ :
দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় নাট্যকার সুব্রত সঞ্জীব। ‘রোদ বৃষ্টির গল্প’ নামক প্রশংসিত কাজটির জন্য এই মনোনয়ন লাভ করেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে ‘রোদ বৃষ্টির গল্প’-এর জন্য আপনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অভিনন্দন আপনাকে।

এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৩ মে ২০২৫, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুব্রত সঞ্জীব বলেন,কৃতজ্ঞতা আমার সৃষ্টি কর্তার প্রতি। কৃতজ্ঞতা আমার মা-বাবা, পরিবার ও সব শুভাকাঙ্ক্ষীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার গুরু মিন্টু বসুকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার প্রোডাকশন হাউস এবং ‘রোদ বৃষ্টির গল্প’ টিমের প্রতি।
তিনি বলেন, ধন্যবাদ এইমোন মোজাফফর এবং দেবাশীষ চক্রবর্তী দাদাকে এই দুজন না হলে গল্পটি সম্ভব হতো না। কৃতজ্ঞতা মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডকে।
‘রোদ বৃষ্টির গল্প’ কাজটির আরও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে: সেরা অভিনেতা: খায়রুল বাসার,সেরা অভিনেত্রী: সাদিয়া ফাতেমা তাসনিম আইমান। সবাইকে শুভকামনা জানিয়ে সুব্রত সঞ্জীব বলেন,বাংলা নাটকের জয় হোক। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।