লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্মায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২২ এপ্রিল মঙ্গলবার) সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবু হাসান শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সচেতন নাগরিক কমিটি সনাকে জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা: নিরুপম সরকার প্রমুখভ
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে বিশেষ চাহিদা সমপন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Md. Rabiul Islam Khan
Lakshmipur