ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসে চীনের শিক্ষার্থীরা দুই সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে তারা পেশাদার মাস্টার্স (প্রফেশনাল মাস্টার্স) কোর্সেও ভর্তি হতে আগ্রহী।
এই উদ্দেশ্যে চীনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ দেখিয়েছে এবং ইতোমধ্যে উভয়পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে সক্রিয় সমঝোতা স্মারক রয়েছে। এই সমঝোতা এবং চীন সরকারের বৃত্তির আওতায় ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে গেছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৭ জন।

সম্প্রতি, ১৯ এপ্রিল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে। সফরের সময় প্রতিনিধি দলের সঙ্গে একটি একাডেমিক বিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের শিক্ষা ও গবেষণাভিত্তিক পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এই কার্যক্রমগুলো ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।