অমৃতজ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সনাতনী ঋষি জনগোষ্ঠী দশটির অধিক পরিবার দীর্ঘদিন যাবৎ সুপেয় পানির সংকট ভোগ করছেন।উপজেলার চামরদানী ইউনিয়নের ২নংওয়ার্ডের শাজদাপুর গ্রামের প্রাচীন ঋষি বাসিন্দা রয়েছেন প্রায় শতাধিক জনমানুষ।সুপেয় পানির সংকট মিঠাতে প্রায় অর্ধকিলো দূরথেকে খাবার পানি সংগ্রহ করেন।তাদের ইচ্ছে করলেই নিরাপদ পানি পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়।
২১এপ্রিল মঙ্গলবার সনাতনী ঋষি জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ পানির সুবিধা সাবমার্জেবল পাওয়ার জন্য, ভুক্তভোগীরা একটি লিখিত আবেদন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে।খোঁজ নিয়ে জানা যায় শুকনোর মৌসুমে যাই হউক,ভরা বর্ষায় জীবন ঝুঁকি নিয়ে ছোট নৌকা যোগে করেন পানি সংগ্রহ।শাজদাপুর গ্রামের ক্ষুদ্র ঋষি জনগোষ্ঠীর একাধিক লোকজনের সাথে কথাবলে জানা যায় প্রায় তিনযুগ পুর্বের একটি সাধারণ টিউবওয়েল ছিল বর্তমানে অকোজো হয়েগেছে।কিন্তু বিভিন্ন দ্বারে দ্বারে গুরেছি কিন্তু এর কোন সমাধান পাইনি।তাই উপজেলা বরাবরে লিখিত আবেদন করেন তারা।
পানি সংকটের বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গণমাধ্যমকে পূর্বেই বলেছিলেন পানি সংকটের জন্য লিখিত আবেদন করলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।