লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ ক্লাবে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দুই তরুণ, উদ্যমী নেতা—বিধান চন্দ্র দে ও নাজমুল হাসান জয়। যথাক্রমে লায়ন্স ক্লাব অব ঢাকা পূর্বাচল রেঞ্জারস ও লায়ন্স ক্লাব অব ঢাকা তুরাগ এর নতুন সভাপতির আসনে অধিষ্ঠিত হয়ে তারা সূচনা করলেন নেতৃত্বের এক নতুন অধ্যায়ের।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই দুই তরুণ নেতৃত্ব নিয়ে এসেছেন মানবিকতা, উদ্ভাবনী চিন্তা ও সমাজসেবার প্রতি একনিষ্ঠ প্রতিশ্রুতি। ক্লাবের কর্মকাণ্ডকে আরও গতিশীল এবং প্রভাবশালী করতে তারা উভয়েই অঙ্গীকারবদ্ধ।
তারা স্বপ্ন দেখেন—সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর, মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার, এবং দুঃস্থ ও বঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে সত্যিকারের পরিবর্তন আনার।
২০২৫-২৬ সালের জন্য লায়ন্স জেলা ৩১৫ বি২-এর মাননীয় জেলা গভর্নর (মনোনিত) লায়ন শাহাদাত হোসেন, পিএমজেএফ-এর হাতকে শক্তিশালী করতে সভাপতি বিধান চন্দ্র দে ও নাজমুল হাসান জয় একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।
প্রতিষ্ঠার পর থেকেই লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি২, বাংলাদেশ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই তরুণ নেতৃত্ব সেই ধারাকে আরও গতিশীল করে তুলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সমাজসেবার অঙ্গনে এই দুই তরুণের পথচলা হোক অনুপ্রেরণার, নেতৃত্বের ও আলোর প্রতীক।