মোঃ হামিদুর রহমান লিমন,ক্রাইম রিপোর্টার:
নীলফামারীর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসানের বিরুদ্ধে দুদকের গণশুনানিতে অভিযোগ উপস্থাপন করেছেন মোনায়েম সরকার নামের রংপুরের এক ঠিকাদার। অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ঠিকাদার মোনায়েম সরকার তার উপস্থাপিত অভিযোগে বলেন, নীলফামারী জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, ফিল্ড রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ল্যাব টেকনিশিয়ান ওবায়দুল, কিশোগঞ্জ উপজেলা এলজিইডি’র সাব-এসিসট্যান্ট প্রকৌশলী মোঃ শাহিনুর, কার্য-সহকারি লাভলু, অফিস সহকারি গোলাম মোস্তফা, দালাল বিদ্যুৎ মিয়া, অফিস পিয়ন ও হিসাব রক্ষকের বিরুদ্ধে জামানত ফেরত ও বিল উত্তোলনের জন্য ঘুষ গ্রহণের অভিযোগ তোলেন। গত রবিবার (২০ এপ্রিল) নীলফামারী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে সেবা গ্রহিতার পক্ষে এ অভিযোগ উপস্থাপন করেন তিনি।
উল্লেখ্য যে, ‘নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে দুদকের ১৭২তম গণশুনানি নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে দুদক এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জাামানের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালেবুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে।